আমাদের কথা খুঁজে নিন

   

নিরিবিলি নিঝ্ঝুম সুখ সুখ ঘুম ঘুম

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

চকচকে বিকেলে ধকধক মনটা, দূরে ঐ বাঁজেরে নিরালার ঘন্টা। ছোপ ছোপ মেঘগুলো আকাশে ভাসে, নীল নীল রঙ অই উঁকি মেরে হাসে। মৃদু মৃদু বাতাসে কাশবন দোলে, মন মোর নেচে নেচে সব দুখ ভোলে। রঙে রঙে প্রজাপতি রঙ দেয় ছড়িয়ে, বর্ণিল সুখগুলো মোরে থাকে জড়িয়ে। সুখ সুখ আলোতে সব থাকে সুখেতে, চিন চিন বাঁজে শুধু কেন এই বুকেতে..?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।