আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মবিরোধী শিক্ষানীতি বাস্তবায়নের অপচেষ্টা

শিক্ষাই হল জাতি

মুসলিম জনতা ধর্মবিরোধী শিক্ষানীতি বাস্তবায়নের অপচেষ্টা রুখবে -শামছুল ইসলাম এমপি লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির ও আই আই ইউসি ট্রাস্ট সেক্রেটারী আনম শামছুল ইসলাম এমপি বলেছেন, শিক্ষা হল জাতির সামগ্রিক উন্নতির নিয়ামক। এটি জাতীয় ঐক্য, সংহতি ও সমৃদ্ধির প্রধান উপকরণও। এটাকে সেক্যুলার তথা ধর্মবিরোধী মতবাদের আদলে গঠন করে বাস্তবায়নের অপচেষ্টা করা হলে এদেশের তৌহিদী জনতা নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলবে। সরকারের এহেন উদ্যোগ দেশ ও জাতির বিরুদ্ধে একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতা সরকারের এ ধর্মবিরোধী শিক্ষানীতি বাস্তবায়নের অপচেষ্টা রুখে দিবে। তিনি গত সোমবার উপজেলার বড়হাতিয়া আমতলী ইসলামী রেনেসাঁ ক্লাবের উদ্যোগে বার্ষিক সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাওলানা মোস্তাক আহমদ গাজীর সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী। বিশেষ ওয়ায়েজ ছিলেন মুহাদ্দেস মাওলানা হাফেজ শাহে আলম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওসমান গনি প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল হোছাইন, জামায়াত নেতা মাওলানা ফেরদৌস কোরেইশী, মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, চেয়ারম্যান পুত্র এমডি জোনাইদ চৌধুরী প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।