প্রতিদিন ভাবি আর ঢুকুম না ;)
কঠিন একটা ফেয়ারি টেলস পাইলাম গেম ফরমেটে। না কোন কিবোর্ড চাপাচাপি নাই, প্লে চেপে কিছুক্ষন দেখলেই মজা বুঝা যাবে। মোটামুটি ৪০ সেকেন্ড পর থেকে আসল কাহিনী শুরু। আমি এত্ত মজার ভিডিও গেম বেজড ফান আইটেম কম দেখছি
ও হ্যা, ইহা একটি সাহায্য চাহিয়া পোস্টও বটে, অসীম সাহার 'তৃষ্ণা' কবিতাটা কারো পড়া আছে ? হাতের কাছে বইটা থাকলে যদি কবিতাটা একটু টাইপাইতেন অথবা লিংকু দিতেন, খুব ভাল্লাগতো। আছেন ভাই কেহ, থাকলে আওয়াজ দিয়েন। কবিতার প্রথম চার লাইন শুধু ভালোভাবে মনে আছে...
তুমি তো দূরে গেলে, ব্যথিত স্মৃতি ফেলে আমাকে রেখে গেলে একা,
অপসৃয়মান তোমার চোখদুটো মেঘের ফাঁকে ফাঁকে দেখা।
ডুবছে কখনোবা খেলছে লুকোচুরি কখনো ভর্ৎসনা চোখে
উষ্ণ তমসায় ডুবছি আমি শুধু তোমাকে হারানোর শোকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।