আমাদের কথা খুঁজে নিন

   

স্বপনেতে প্রাণ কার প্রাণে রয়...

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

স্বপনেতে দু'চোখ ভিঁজে কেন যায়, স্বপনেতে হৃদয় কার দেখা পায়। স্বপনেতে হৃদয় কার ছবি আঁকে, স্বপনেতে মন কার মনে থাকে। স্বপনেতে মন কার কথা কয়, স্বপনেতে প্রাণ কার প্রাণে রয়। স্বপনেতে প্রাণ কার গান গায়, স্বপনেতে আমায় কার সুর পায়। স্বপনেতে আমায় কোন্ দুখ খোঁজে, স্বপনেতে আমায় কোন্ হৃদয় বোঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।