আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিনিকের বিলের টাকা পরিশোধ করতে না পেরে নিজের নবজাতক শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে এক অসহায় পিতা

আমি শুধু তোমাকেই ভালবাসি অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে। নীল হয়েছে আমার শিরা উপশিরা । তবু - তবু, আমি শুধু তোমাকেই ভালবাসি । তোমাকেই শুধু তোমাকেই -

সিজার করার পর মায়ের মৃত্যু ক্লিনিকের বিলের টাকা পরিশোধ করতে না পেরে নিজের নবজাতক শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে এক অসহায় পিতা। হবিগঞ্জের, মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুস সালাম তার স্ত্রীকে সিজারীয়ান অপারেশনের জন্য গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের ডাঃ বজলুর রহমানের মালিকানাধীন সেবা ক্লিনিকে ভর্তি করে।

ওইদিনই সিজারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্ম হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরদিন রোববার আব্দুস সালামের স্ত্রী মারা যায়। পরবর্তীতে আব্দুস সালাম ও তার মা নবজাতককে ক্লিনিক থেকে আনতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ ১০ হাজার টাকা সিজার ফি দাবি করে। ক্লিনিকের টাকা জোগাড় করতে না পারায় তাদেরকে ক্লিনিকে আটক করে রাখে কর্তৃপক্ষ। পরে ক্লিনিকের এক নার্সের সহযোগিতায় স্থানীয় এক ব্যক্তির নিকট ১৮ হাজার টাকায় নবজাতক শিশুকে বিক্রি করে ক্লিনিকের বিল পরিশোধ করে আব্দুস সালাম।

প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।