আমাদের কথা খুঁজে নিন

   

"শারাবুন তহুরা, ৭০জন হুর আর গেলমান"-- প্রশ্ন আমার একটাই

ওয়াঁ...ওয়াঁয়াঁ...ওয়াঁয়াঁয়াঁ...!!!
ক্লাশ ফোরে পড়তে, ইসলাম ধর্ম শিক্ষা ক্লাসে টিচারের বেহেশতের বর্ননা চোখের সামনে ভাসে। ভাল কাজের ফল বেহেশত। সবাই যা জানে আমিও তাই জানি। বেহেশতে গেলে পাওয়া যাবেঃ শারাবুন তহুরা (শারাব-> মদ)। ৭০ জন হুর(প্রায় স্বচ্ছবসনা চীরযৌবনা সুন্দরী নারী/পরী)।

গেলমান(অপ্রাপ্তবয়স্ক পুরুষ)। নিজের চীরযৌবন। যেকোন খাবার। যা ইচ্ছা করবো তাই। ইহজাগতিক দুনিয়ায় প্রায় সব ধর্মেই এবং সভ্য সামাজিকতায় নিষিদ্ধ হলোঃ মদ্যপান।

বিবাহবর্জিত নারী/পুরুষ সম্ভোগ। বহুগামিতা। সমকামিতা। বেহেশতে গেলে মদ্যপান (শারাবুন তহুরা), বিবাহবর্জিত নারী/পুরুষ সম্ভোগ, বহুগামিতা (৭০ জন হুর) এবং সমকামিতাসহ (গেলমান) যা ইচ্ছা তাই করা যাবে। প্রশ্ন আমার একটাই, আল্লাহর বেহেশতে করা গেলে, তবে কি ইসলাম ধর্মে মদ্যপান, বিবাহবর্জিত নারী/পুরুষ সম্ভোগ,বহুগামিতা,সমকামিতা বৈধ?
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.