আমাদের কথা খুঁজে নিন

   

তবে ডুবিয়ে মারো তোমার দীঘির জলে

আমার ভিতর আরেক আমি

শোন, আজো সমুদ্রে নামিনি তোমার দীঘির জলে নামবো বলে, হয়তো বলবে, ‘তাই, তবে নামো দেখি কেমন ডুব সাতার খেলতে পারো।’ খেলবোনা ডুব ডুব খেলা পারবোনা সাতরে পাড়ি দিতে- তোমার দীঘির জল কেবল ভিজিয়ে দিক একটি স্নান কাতর হৃদয়। শোন- এই যদি হয়,কালো চোখ ভ্রমর আমি নেই তাতে, তবু ডুবে রবো অনন্তদিন মহাকাল ধরে, আর যদি তোমার ইচ্ছেই হয় তবে ডুবিয়ে মারো তোমার দীঘির জলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।