সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
এমনো রাইতে রে বন্ধু
কতদিন জোসনার জলে ডিঙ্গা মোর ভাসেনা
ঢেউয়ের তালেতালে চাঁদগুলো হাসেনা
এমনো রাইতে রে বন্ধু এমনো রাইতে।
কতদিন বরসার জলে
শীতল গাঙ্গে নাও মোর ভাসেনা
পোড়া বাঁশিতে আর ওঠেনা
নারীর ঘর ভাঙ্গা সুর
আসমান জমিন জুইড়া বাতাস পাগল করা সুর
ভেসে আর যায়না বহুদূর বহুদূর
এমনো রাইতে রে বন্ধু ।
এমনো রাইতে রাইতের গহীনে
বাঁশি মোর পাগল হইত সুর তোলে নিরালে
এমনি রাইতে ঘর ছেড়ে এক নারী
কেড়ে নিয়ে বাঁশরী
কহিলঃ কী সুর তোল মর্দ পরাণ মানেনা
হাতে ধরি পায়ে পড়ি আমার ঘর তুমি ভাইঙ্গোনা
এমনি রাইতেরে বন্ধু এমনি রাইতে।
ঘর আমি ভাঙ্গিনি ভেঙ্গে যায় বাঁশি
ভেঙ্গে যায় সুর
অন্ধকারে খুঁজে ফিরি স্মৃতি সুমধুর
আহা! স্মৃতি সুমধুর।
দিনগুলো সব
হারিয়ে গেছে
হারিয়ে গেছে
হারিয়ে গেছে।
পাইনা খোঁজে
পাইনা খোঁজে
হাতরে বেড়াই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।