আমাদের কথা খুঁজে নিন

   

বিটলস

যে আমি লেখার জন্য জ্বালায় প্রদীপ, তেল ফেলে ঐ জলে।

বিশ্ব জনপ্রিয় একটি ব্যাণ্ডদলের নাম বিটলস। আটলাণ্টিক মহাসাগরের দুই পাশেই এর খ্যাতি ছিল বিশাল। কিন্তু ১৯৬৬ সালে এই ব্যাণ্ডদলের এক সদস্য জন লেনন এই জনপ্রিয়তায় গর্ভভরে মন্তব্য করেন - খ্রিষ্টধর্ম হারিয়ে যাবে । আমি জানিনা পৃথিবী থেকে কোনটা আগে হারিয়ে যাবে- ’খ্রিষ্টধর্ম, নাকি রক এণ্ড রোল।

তবে এখন আমরা যীশুর চেয়েও বেশী জনপ্রিয়’। ইউরোপ আমেরিকায় সমালোচনায় বিদ্ধ হন বিটলসের অন্য তিন সদস্য -পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। ভ্যাটিকানও এ মন্তব্যেও তীব্র প্রতিবাদ করে। লেনিন তখন তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলে ও চার দশক পর এতদিনে প্রকাশ্য ক্ষমা করল ভ্যাটিকান সিটি। বিশ্ব জনপ্রিয় একটি ব্যাণ্ডদলের নাম বিটলস।

আটলাণ্টিক মহাসাগরের দুই পাশেই এর খ্যাতি ছিল বিশাল। কিন্তু ১৯৬৬ সালে এই ব্যাণ্ডদলের এক সদস্য জন লেনন এই জনপ্রিয়তায় গর্ভভরে মন্তব্য করেন - খ্রিষ্টধর্ম হারিয়ে যাবে । আমি জানিনা পৃথিবী থেকে কোনটা আগে হারিয়ে যাবে- ’খ্রিষ্টধর্ম, নাকি রক এণ্ড রোল। তবে এখন আমরা যীশুর চেয়েও বেশী জনপ্রিয়’। ইউরোপ আমেরিকায় সমালোচনায় বিদ্ধ হন বিটলসের অন্য তিন সদস্য -পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার।

ভ্যাটিকানও এ মন্তব্যেও তীব্র প্রতিবাদ করে। লেনিন তখন তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলে ও চার দশক পর এতদিনে প্রকাশ্য ক্ষমা করল ভ্যাটিকান সিটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।