হেডের ক্ষুধায় ইচ্ছা করে গাড়ির নিচে মাইত্তাম ঝাঁপ, কেইচ্ছা একখান দেশে আইলাম বাপরে বাপ!!
দেশের আম্মাজান হাছিনা আফায় কইছে হুরা দেশ DIGITAL করি হালাইবো। বাউরে, এই কতা হুনি আঁই বেদিশা অই গ্যাছি। আঁই দরবেশ মানুষ, কেন্নে DIGITAL অই। এক শিষ্যরে কইলাম, ছাতো DIGITAL -এইডার মানি কী? হেতে কয়, হুজুর আন্নে বুঝেন্ন, DIGITAL অইছে
D=Director
I= Inland
G= Grave
I= International
T= Taut
A= Awami
L= League
দুর বেডা, আঁরে ভালা করি বুঝাই ক।
হেতে কয়, DIGITAL অইছে Director of Inland Grave of International Taut of Awami League.
হেতের কতা হুনি আঁইতো টাস্কি খাই গেছি। হেতে কয় কিয়া। বাউরে আন্গো আম্মাজান হাছিনা আফার মাতায় এত বুদ্ধি!!! ২০১৫ সালের মইধ্যে বেগ্গুনরে DIGITAL বানাই দিবো?
আল্লারে আল্লাহ, তুই তোর মাটিগুলারে দুই ফাঁক কর, আঁই আসমানে যাইয়া একটু শান্তিতে বই থাকি। DIGITAL বানানোর আগে তুই আঁরে তুলি লই যা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।