আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদময়তাকে জয় করেছি .....

মানুষ মারা যায় একদিন ,মানুষ প্রতিদিন বাচে না , প্রতিদিন বেচে যায়

এমন একটা কঠিন সময় পার করেছি যা কখন কাউকে বর্ণনা করে বোঝানো সম্ভব না । বয়স আমার খুব বেশি একটা না । বিয়া - সাধি এগুলো অনেক পরের কথা । কিন্তু এতটা কম ও না যে পৃথীবির বাস্তবতা কে বুঝতে পারব না । মেয়েদের সাথে চলাচল আমার ছোট বেলা থেকেই পছন্দ না ।

মেয়েরা খুব পেরাদায়ক এটাই আমার কথা । কিন্তু আমার এক দুঃসম্পর্কের কাজিন । প্রায় বছর ৩ এক আগ থেকে আমার সাথে কথা বলা শুরু করল । আমাদের বয়স এক । সেই আমার জীবনের প্রথম মেয়ে বন্ধু ।

কথা বলতাম প্রায় ই । ও আমাকে অনেক কিছু শেয়ার করত । আমিও করতাম । আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে উঠেছিলাম । কিন্তু কেন যেন যা হবার তা হয়েই যায় ।

কোন একদিন মেয়েটি আমাকে তার ভালোবাসার কথা জানায় । আমিও মন থেকেই কিভাবে যেন তাকে ভালোবেসেছিলাম । যেই মেয়েটির কথা বলছি , এই মেয়েটি খুব অল্প বয়স থেকেই হাজার দুঃখ কষ্ঠের সাথে জড়িত । তার পরিবার , তার আত্নীয়স্বজন , তার বন্ধু - বান্ধবী সবার দাড়াই সে জীবনে কখনো না কখনো প্রতারিত । অনেক অনেক কষ্ঠ সে সহ্য করেছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.