কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
প্রতিদিন তাপমাত্রা বাড়ছে । ঢাকার প্রকৃত তাপমাত্র কত বলতে পারেন ? আমার ধারনা প্রকৃত তাপমাত্রা ৪৫ ডিগ্রি ফারেন হাইটের উপড়ে হবে। এই প্রচন্ড দাবদাহে পুড়ছে নগর বন্দর গ্রাম। বহুজাতিক কোম্পানী গুলো এ সি আর ফ্যান বিক্রি করে মুনাফা করছে। শরীর কে ঠান্ডা রাখতে অনেক চেষ্টা করে ঠান্ডা হচ্ছে না।
তাই উপায় অন্তর না দেখে প্রায় বস্ত্রহীন। লজ্জা শরমের বালাই ছেড়ে দিয়েছি। বাথরুমের পানি ও গরম গায়ে ঢালার উপায় নেই।
বনবিভাগ গাছ কাটতে লজ্জা করে না। আমলারা এসি ছাড়তে লজ্জা করে না।
জলবায়ুর বিরুপ প্রভাব হারে হারে টের পাওযার পরও কেউ গাছ লাগায় না। পৃথিবী সবুজ করার কেউ চেষ্টা করে না।
আমরা এখন আর শিল্প বিপ্লব চাই না। এই শিল্প আমাদের ১৬কোটি মানুষের কর্মসংস্থান দিতে পারবে না।
চাই সবুজ বিপ্লব।
আমরা শিল্প উন্নত হলে ভারত দখল করার প্রয়োজন দেখা দিবে।
চাই আউট সোর্সিং ইনকাম, চাই আন্তর্জাতিক চাষাবাদ।
একটি বীজ , একটি স্বাধীনতা। বীজ দিয়ে বিশ্বজয়।
আন্তর্জাতিক চাষাবাদ, আন্তর্জাতিক সৃজনশীল বন তৈরীতে আমরা বাংলাদেশীরা অবদান রাখতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।