আমি ব্লগার হিসেবে একদম নতুন । বাংলা ব্লগের জগতে বিচরণের ইচেছ অনেক দিনের । সময় হয়ে উঠেনি । নিজে কিছু দিতে নাই পারি ,এত ব্লগারদের কাছ থেকে অনেক জানা - অজানা বিষয় মাঝে মাঝে শেয়ার করতে তো পারব ...... ফেসবুক ও ব্লগের মাধ্যমে সম্প্রতি 'ছাগু' শব্দটির সাথে পরিচিত হলাম । খুব মনে ধরেছে শব্দটি।
ছাগু টাইটেল টা পছন্দ হয়েছে । একটু কায়দা করে এবার বাংলাপিডিয়ায় শব্দটা যোগ করে দিলেই হল !!!!!!
দূভাগ্যবশত: এরকম ক্য়টাকে আশপাশে দেখেছি । ইচেছ করে সবকয়টাকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিই । ছাগল গুলোর ব্রেইন পুরা ওয়াশ করে দিয়েছে ।
হলে ও দেখেছি কতগুলো সিনিয়র আপুকে ছাত্রী সংস্থায় যেতে ।
খুব খারাপ লাগত। কত মেধাবী ছেলে মেয়েদের যে এরা প্রলোভন দেখিয়ে দলে ভিড়িয়েছে .....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।