আমাদের কথা খুঁজে নিন

   

Taবিজ Faruক [অ্যানাদার মিনি রিসার্চ ........... ]

Everything in the world has an expirary date, even relationship.
এই মিউজিশিয়ান ভদ্রলোকের নাম তাবিজ ফারুক। কিন্তু তিনি তার নামকে বাংলিশ ফরম্যাটে লিখতে পছন্দ করেন। তার প্রথম অ্যালবাম "ভালোবাসার গুষ্টি কিলাই"-এর প্রচ্ছদে নিজের নামকে "Taবিজ Faruক" হিসেবে দেখা যায়। রকস্টার স্যার ওয়েস্টার্ণ মিলনের মতো তিনিও আর এক ভচ মানুষ। ব্লগার পাপী(সাইফ ইমাম) ভাই এর মধ্যে ব্লগে তার প্রতিভার কথা আপনাদের কাছে জানিয়েছেন।

তারপরেও আমি আপনাদের সামনে বাংলার বিশেষ রক সেনসেশন "তাবিজ ফারুক" ভাইয়ের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে চাই। বিদ্রোহী প্রেমিক তাবিজ ভাই: তার সুপারহিট গান "ভালোবাসি কানে যায় না"-তে তার বিদ্রোহী মানসিকতা ফুটে ওঠে। গানের এক পর্যায়ে তিনি নায়িকাকে বলেন, "ওই মাইয়া, নিজেরে কি মনে করো? মহারাণী ভিক্টোরিয়া? রজনীগন্ধার স্টিক ভালো লাগে না? যখন হকিস্টিকের পিডানী খাইবা তখন বুঝবা জোর কইরা ক্যামনে ভালোবাসা নিতে হয়!" আর একটা বিষয়, এই গানের কিছু অংশ হলিউড মুভি "ম্যাক্সিকো"-তে ব্যবহার করা হয়। বিশ্বাস না হলে গানটা দেখুন। স্বল্পবসনা তাবিজ ভাই: তাবিজ ভাই মিউজিকের জন্য নিবেদিত-প্রাণ।

তার এক গানের স্বার্থে তিনি পুরো গান খালি গায়ে শুধুমাত্র একটা ছেড়া হাফ-প্যান্ট(সাইজে যদিও হাফপ্যান্টের থেকে অনেক ছোট) পড়ে গেয়েছেন। এই গানে তিনি অ্যামাজান জন্গলের এক আদিবাসীর ভূমিকায় অভিনয় করেন। বিশ্বাস হয় না, তাহলে গানটা দেখুন। ইন্টারন্যাশনাল তাবিজ ভাই: তাবিজ ভাই তার গান শুধুমাত্র বাংলাদেশে শুটিং করেন না, তিনি যে ইন্টারন্যাশনালি শুটিং করেন তা নিচের গান থেকে বোঝা যায়। তার নিচের গানের বিভিন্ন অংশের শুটিং হয়েছে মায়ামি সি বিচ-অ্যামেরিকা, ব্লাকপুল থিম পার্ক- ইংল্যান্ড, মিশরের পিরামিড, নেপালের মাউন্ট এভারেস্ট সহ শতাধিক দেশে।

লিজেণ্ড অ্যান্ড মিথ তাবিজ ভাই: তার বুকে এক পীরবাবার তাবিজ আছে বলেই তার নাম তাবিজ ফারুক। কিন্তু তিনি যে রূপকথাকেও হার মানান তা জানা ছিলো না। নিচের গানে তাকে দেখা যায় প্রথমে আরবের মরুভূমিতে। সেখান থেকে তিনি আলাদ্দীনের জাদুর গালিচায় করে চলে যান রূপকথার রাজ্যে। তারপর এক পর্যায়ে তিনি মানুষ থাকেন না, কি হয়ে যান দেখুন ... তাবিজ ভাই এর অন্যান্য প্রতিভা: রোমান্টিক তাবিজ ভাই: Romantic Tabij লুল তাবিজ ভাই: Lul Tabij নারী-বিদ্বেষী তাবিজ ভাই: Anti-Women Tabij সামহয়ারইন-এ তাবিজ ভাই: সামহয়ারইন ব্লগের বিশিষ্ট রাজনীতিবিদ, জাতির বিবেক, মেনন সাহেবের কামান - কমরেড স্যার সৈয়দ আমিড়ুজ্জামানকে আপনারা অনেকেই চেনেন।

তার সাথে তাবিজ ফারুক ভাই এর ওঠা-বসা আছে। যে অনুষ্ঠানে কমরেড স্যার সৈয়দ আমিড়ুজ্জামান বিশেষ অতিথি থাকেন সে অনুষ্ঠানে তাবিজ ফারুক ভাই সংগিত পরিবেশন করেন। দুই জগতের দুই প্রতিভা এর সমন্বয়ে এরকম একটা অনুষ্ঠান হয়ে গেছে গত ১৬ই জানুয়ারী ২০০৯ সালে মৌলভীবাজারে। অনুষ্ঠানের আমন্ত্রনপত্র দেখেন: অনেক সার্চ দিয়ে এই আমন্ত্রনপত্র খুঁজে পেয়েছি "মুহিবুর রহমান"-ভাই এর ব্লগে। লিংক নিচে দেওয়া হলো --- Link of Invitation Letter তাবিজ ভাই সম্পর্কে আপনাদের গূরুত্বপূর্ণ মতামত আশা করি।

আর এক রক সেনসেশন স্যার ওয়েস্টার্ণ মিলনকে নিয়ে একটা রিসার্চ করেছিলাম। নিচের লিংকে ক্লিক করে তা দেখতে পারেন। স্যার ওয়েস্টার্ণ মিলন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.