যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
• কথায় কথায় ঝগড়া হওয়া..।
• একটা ছোট বিষয় নিয়া তরক চলা
• মজা করে কিছু বলা হলেও তা সিরিয়াসলি নেয়া ...।
• বিস্বাস না করা একে অপরকে
• একজন আর একজন এর উপর সমমা না থাকা ...। ।
• কোন কথা আমলে না নেয়া
• অলপতেই রেগে যওয়া...।
• মান অভিমান অনেক দিন ধরে থাকা
• ভাল কোন কাজ করলেও তার ভাল না লাগা
• আগে যেখানে একদিন ফোন না করলে অস্থির লাগত সেখানে ২/৩ দিন ফোন না দিলেও তেমন কিছু না
বললে।
• দেখা করার কথা বলা হলে নানা বাহানায় তা এরায় যাওয়া ।
একরম কিছু আছ করলেই বুঝে নিবেন ডাল মেয় কুছ কালা হেয়...। । তাই যত দ্রুত সম্বভ তা সমাধান (ছেলে দের ক্ষেত্রে) করার চেষটা করতে হবে ... আর তা না করলে যত দেরি করবেন ততই ক্ষতি আরও বেশি হবে...।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।