আমাদের কথা খুঁজে নিন

   

কি করে বুজবেন আপনার ভালবাসার মানুষটির সাথে আপনার বনিবনা হচছে না... সম্পর্ক ভেঙ্গে যেতে পারে...

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

• কথায় কথায় ঝগড়া হওয়া..। • একটা ছোট বিষয় নিয়া তরক চলা • মজা করে কিছু বলা হলেও তা সিরিয়াসলি নেয়া ...। • বিস্বাস না করা একে অপরকে • একজন আর একজন এর উপর সমমা না থাকা ...। । • কোন কথা আমলে না নেয়া • অলপতেই রেগে যওয়া...।

• মান অভিমান অনেক দিন ধরে থাকা • ভাল কোন কাজ করলেও তার ভাল না লাগা • আগে যেখানে একদিন ফোন না করলে অস্থির লাগত সেখানে ২/৩ দিন ফোন না দিলেও তেমন কিছু না বললে। • দেখা করার কথা বলা হলে নানা বাহানায় তা এরায় যাওয়া । একরম কিছু আছ করলেই বুঝে নিবেন ডাল মেয় কুছ কালা হেয়...। । তাই যত দ্রুত সম্বভ তা সমাধান (ছেলে দের ক্ষেত্রে) করার চেষটা করতে হবে ... আর তা না করলে যত দেরি করবেন ততই ক্ষতি আরও বেশি হবে...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।