আমাদের কথা খুঁজে নিন

   

মেথরপট্টির শুয়োরগুলো মুখরতা কিনে..স্বপ্ন কিনে



এসো গণতন্ত্রের নামে এবং গণতন্ত্রহীনতার নামে, গণ আন্দোলনের নামে আর আন্দোলন প্রতিরোধের নামে, কিছু মানুষ খরচ করি খুচরো টাকার মতো.. ভাংতি পয়সার মত... আহ একটা লাশ পুলিশের গুলিতে.. আহ একটা লাশ মিছিলের আঘাতে.. একটা লাশ চাই আন্দোলন শানাতে, একটা লাশ চাই আন্দোলন থামাতে, খুচরো মানুষ চাই ভাংতি খরচের জন্য.. এই যে দেখো- আমাদের প্রটোকল আমাদের যাঁতাকল আমাদের ইশতেহার গোপন বোঝাপড়া সব তোমাদের মঙ্গলের জন্য একটা লাশ কি আমাদের প্রাপ্য নয়!! তোমাদের দেহগুলোর প্রতি আমাদের কোন দাবী নেই!! ১৪ কোটি মানুষের মধ্যে আমি অদ্বিতীয় তোমাদের মত খুচরো হলে কবে রাজপথে দেহ দিয়ে প্রান নিয়ে ঘরে চলে যেতাম। এই যে ময়দানে ময়দানে ভাষনে তোমাকে শিখাচ্ছি ব্যাকরন, তোমাকে শিখাচ্ছি এই দু:শাসনে তুমি নিরাপদ নও, আমরাই তোমার সুরক্ষা টিকা। বলো তোমাদের জন্যই কি তোমদের একজনের লাশ হওয়া উচিত নয়!! প্রয়োজনে আমিই লাশ হতাম কিন্তু আমিতো খুচরো নই, ভাংতি নই, আমি ১৪ কোটি মানুষের মধ্যে এক... বলো আমাকে খুচরো হওয়া মানায় বড় বেশী অপচয় হয়ে যায়না!!! মানুষেরা খুচরো হয়, লাশ হয় তাদের লাশ শেয়ালে খায় কুকুরে খায় ক্ষমতায় খায় ক্ষমতাহীনতা খায়। মেথরপট্টির শুয়োরগুলো মুখরতা কিনে..স্বপ্ন কিনে খুচরো দামে.. ভাংতি দামে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.