জন্মের পর থেকে দেখছি লোডশেডিং সমস্যা। কখনো ভয়াবহ। কখনো যেন তেনো। সবাই কথা দিচ্ছে কয়েক বছরের মধ্যে কিছুটা সমাধান হবে। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা।
নতুন নতুন অ্যাপার্টমেন্ট আর বাড়িঘরের পাশাপাশি কলকারখানার চাপ বাড়ছে। এ সবের জন্য নতুন করে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে না। বরং পুরনো সমস্যার ঘাড়েই আরো চাপ জমছে। এখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় চাহিদা তার দ্বিগুণ। যে হারে প্লট আর অ্যাপার্টমেন্টের ছড়াছড়ি তাতে আগামী পাঁচ বছর পর তা আড়াই গুন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
অবশ্য বর্তমানে সত্যিকারের উৎপাদন কত তার সঠিক হিসাব আদৌ পাচ্ছি কী? তাই বলতেই হচ্ছে সমস্যা-সমস্যা আর সমস্যা এভাবে আর কতদিন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।