আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মহীনতাই সামাজিক বিশৃংখলার জন্য দায়ী - বাদশাহ নমরূদ

এই ব্লগের লেখাগুলো রূপক অর্থে বুঝানো হয়ে থাকে, যা উচ্চবোধ সম্পন্ন পাঠকেরাই বুঝে থাকেন
নম্ররূদের চ্যালা ফ্যালায় ভরে যাচ্ছে বিশ্ব। এতে বাদশাহ নমরূদ খুবই খুশী। নিশ্চই তোমাদের মনে আছে আমি বাদশাহ নমরূদ বলেছিলাম, "সমাজ থেকে ধর্মদূর কর, দেখবে সমাজ পাপে নিমজ্জিত হবে। হত্যা, সন্ত্রাস, দূর্নীতি, অসামাজিক কার্যকলাপ এসবে ছেয়ে যাবে বিশ্ব। শাসকেরা হয়ে যাবে শোষক।

রক্ষক হয়ে যাবে ভক্ষক। " ধর্মহীনতার মাধ্যমেই তিন বছরের শিশুকে ধর্ষন করা যায়। ইভ টিজিং এর মাধ্যমে কিশোরীকে আত্মহত্যার প্ররোচনা দেয়া যায়। কোন নিয়মের তোয়াক্কা না করে, যেভাবে ইচ্ছা দূর্নীতি করে যাও। শিশুদের হাতে বইয়ের বদলে তুলে দাও পর্ণোগ্রাফী।

হেভী মেটাল নামক অশ্লীল গালীগালাজ পূর্ণ গান শুনিয়ে বিষিয়ে তোল তাদের মন। এভাবে পরিবর্তন করে দাও এ বিশ্ব। ধর্মহীনতার মাধ্যমেই এ বিশ্বকে গড়ে তোল নরক রূপে। মনে রাখবা যতদিন তোমরা বাদশা নমরূদের নির্দেশিত পথে চলবে, ততদিন শয়তান তোমাদের সাথে থাকবে। শয়তানকে পুজো করো।

তোমরা শুধু মাত্র শয়তানের ইবাদত কর, এবং নাস্তিক বাদশাহ নমরূদের নির্দেশিত পথে চল। শয়তান তোমাদের অমংগল করুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.