আমাদের কথা খুঁজে নিন

   

সানিয়ার পাকিস্তানেই থাকা উচিৎ

কালের স্রোত

সূত্র : শীর্ষ নিউজ ডটকম ভারত ও পাকিস্তানের মিডিয়ায় শোয়েব মালিক ও সানিয়া মির্জা নিয়ে নানা মুখরোচক গল্প দৈনিকই নতুন নতুন মোড় নিচ্ছে। এমনই এক অবস্থায় মিস পাকিস্তান আয়েশা জিলানী জানিয়েছেন তিনি সানিয়া ‘ভাবী’কে স্বাগতম জানাতে ব্যগ্র হয়ে আছেন। তিনি এরসাথে আরো জানান যে, স্বামীর ঘর হিসেবেই সানিয়াকে ভারতে নয় পাকিস্তানেই থাকা উচিৎ। তিনি এর সাথে আরো যোগ করেন, সানিয়া ‘ভাবী’ ও শোয়েবকে একসাথে খুবই সুন্দর মানাবে। তারা দুজনেই খেলার জগতের সাথে সম্পৃক্ত থাকায় দুজনের সাথে দুজনের মিলও বেশ হবে।

ভারতীয় কট্টোরপন্থীরা বিয়ের বিরোধীতা করা প্রসঙ্গে তিনি বলেন, কেউই ভালোবাসা ও ভাগ্যকে দোষারোপ করতে পারেন না। আর সানিয়াকে এ বিষয়ে দোষারোপ করারও আমি কিছু দেখিনা। কারণ, তিনি কখনোই বলেননি যে বিয়ের পরে তিনি ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে খেলবেন। শোয়েবের কথিত স্ত্রী আয়েশা সিদ্দিকী সম্পর্কে তিনি বলেন, কোন প্রকার প্রমাণের আগে দোষী ব্যাক্তি সম্পূর্ণরূপে নিদোর্ষ। যদি আয়েশা সঠিক প্রমাণদি দেখাতে পারেন, তাহলে আমরা সবাই তার সঙ্গেই থাকবো শোয়েবের সাথে নয়।

উল্লেখ্য, শোয়েব মালিকই প্রথম পাকিস্তানী নন যিনি ভারতীয় তারকাকে বিয়ে করছেন। শোয়েবের আগে মহসিন খান রিনা রায়কে বিয়ে করেন, বেশকিছুদিন ঘর করার পরে তারা আলাদাও হয়ে যান। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সাথে মাঝে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। কিন্তু তার কোন সঠিক জবাব দুজনের কারো কাছেই পাওয়া যায়নি। পাকিস্তানী বংশো™ভূত ইংলিশ ক্রিকেটার ওসমান ফজলের সাথে বলিউডের সেক্সি অভিনেত্রী অমৃতা রাওয়ের বাগদানও হয়ে গিয়েছিলো।

তবে তা শেষ পর্যন্ত সাত পাঁকে বাঁধা পরেনি। তবে ইন্দো-পাক লাভ স্টোরির সূচনা কিন্তু করেছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তিনি সেই সময়ের বলিউড বোম্বশেল জিনাত আমানকে প্রেমের আগুনে জ্বলিয়েছিলেন। তবে তা আর পরিণয় পর্যন্ত যায়নি। আর ইন্দো-পাক প্রেমকাহিনীর এখনকার মতো শেষ অঙ্কের দৃশ্যায়ন চলছে শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রেম ও বিয়ে নিয়ে।

এরপর বলিউডের টিনসেল টাউনের সুন্দরী আর কতবার নিজেদের প্রেমে ফেলবেন পাকিস্তানের পাঠানি পুরুষেরা তার জন্য অপেক্ষায় আছে চিরপ্রতিদ্বন্ধী দুই দেশ পাকিস্তান ও ভারত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।