শব্দশিখা জ্বলে...
আ ব দু র র ব
কোথাকার জল কোথায় গড়াবে তুমি আমি তা জানি না, আমরা দু জন
কালোত্তীর্ণ আকাঙক্ষার মুখোমুখি, আমাদের আলোচনা সুর ছেঁড়ে। পিনপতনের
অপেক্ষায় থেমে যায়। তীক্ষ্ণ তুমি পুনঃকথোপকথনের প্রবল জোয়ারে ভেসে
যেতে চাও। হাতের কাগজ নৌকা হয়ে গেল। গভীর বিশ্বাসে তুমি তা ভাসালে
করতলে। জলস্বচ্ছ হয়ে যায়। এবার আমার পালা। এসো উঠে পড়ি।
আজ থেকে সন্ধিচুক্তি ছাড়াই আমরা পরস্পরের স্বাধীনতা ও দুঃখ-মুক্তির অতন্দ্র
প্রহরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।