আমাদের কথা খুঁজে নিন

   

আইপিএলকে ছাপিয়ে যাচ্ছে এই প্রেম

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। তাদের বিয়েকে ঘিরে ঘটে যাচ্ছে নানা ঘটনা। এই প্রতিবেদনে সেইসব তুলে আনা হয়েছে। পাসপোর্ট জব্দ ইচ্ছে করলেই এখন হায়দারাবাদ ছেড়ে লাহোর চলে যেতে পারবেন না শোয়েব মালিক।

গতকাল পাকিস্তানের এই তারকার পাসপোর্ট জব্দ করেছে হায়দারাবাদের পুলিশ। এমনিতে আয়েশার বাবা মুহাম্মদ সিদ্দিকির অভিযোগের পরই গতকাল পুলিশ গিয়েছিল সানিয়া মির্জাদের বানজারা হিলসের বাড়িতে। সেখানে পুলিশ কর্মকর্তারা কথা বলেন শোয়েবের সঙ্গে। হায়দারাবাদের বানজারা হিলসের পুলিশ জানিয়েছে, শোয়েবের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় এই মামলা হওয়ার পর শোয়েবের পাসপোর্ট চলে গেছে পুলিশের হাতে।

একইভাবে সীমান্তে এবং বিমানবন্দরে জানিয়ে দেয়া হয়েছে এ খবর। এখন ইচ্ছে করলেই ভারত ছাড়তে পারছেন না শোয়েব। ঘুম নেই বিয়ের আগে ব্যস্ততা সবারই থাকে। কিন্তু সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের ব্যস্ততাটা অন্যরকম। নিজেদের জন্য কেনাকাটা ও ঘর সাজানোর ব্যস্ততাই নয়, সঙ্গে আয়েশা সিদ্দিকির অভিযোগ, ভারতীয় মিডিয়ার তোপ—সবকিছুই সামাল দিতে হচ্ছে।

অনেক ভারতীয় সানিয়ার সঙ্গে শোয়েব মালিকের এই বিয়েটা মেনে নিতে পারছে না। শিবসেনা প্রধান বাল ঠাকরে প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন দিনকয়েক আগে। তার সঙ্গে যোগ দিয়েছেন অনেকেই। এমন সময়ে সানিয়া-শোয়েবের নির্ঘুম রাত কাটছে। সমস্যা তৈরি হওয়ায় একটু আগেভাগেই হায়দারাবাদে সানিয়াদের বাড়িতে চলে গেছেন শোয়েব।

আপাতত সেখানেই থাকছেন তিনি। তারপরও স্বস্তি সেই কনে সানিয়ার। মাইক্রো ব্লগ টুইটারে তিনি বলছিলেন, ‘বিয়ের আগে সবারই কত ধরনের প্রস্তুতি থাকে। কিন্তু ওই প্রসঙ্গ ছাপিয়ে ভিন্ন কিছু নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। গত কয়েকদিন একটুও ঘুম হয়নি।

হাতে মেহেদি লাগানোর সময় এমন বিতর্ক ধেয়ে আসবে ভাবিনি। ’ বিয়ের প্রস্তুতি এতোসব বিতর্ক যখন চারপাশে তখন বিয়ের প্রস্তুতি থেমে নেই। অনেকে বলছিলেন, সময়ের একটু আগেই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন সানিয়া। কিন্তু গতকাল মিডিয়ার মুখোমুখি হয়ে ভারতীয় এই গ্ল্যামার গার্ল জানিয়ে দিলেন, ১৫ এপ্রিলই বিয়ে করছেন তারা। এজন্য প্রস্তুতিও এগিয়ে চলছে।

বিয়ে হবে হায়দারাবাদে। এরপর বৌভাত লাহোরে! তার আগে ভারতের পাকিস্তান দূতাবাস থেকে নিয়মমাফিক ইজ্জতনামা (বিয়ের অনুমতি পত্র) সংগ্রহ করবেন শোয়েব। আবার সানিয়ার পরিবার থেকে বুকিং দেয়া হয়েছে হায়দারাবাদের তাজ কৃষ্ণ হোটেলের ২০টি রুম। সেখানেই বিয়ে হবে দুই দেশের এই দুই তারকার। তাদের বিয়ের পোশাক তৈরি করবেন ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু এবং নিখিল।

মিডিয়া’র আগ্রহ সানিয়া মির্জা সবসময়ই ভারতীয় মিডিয়ায় বড় খবর। এবার পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ের সিদ্ধান্ত নেয়ার পর তার প্রতি আগ্রহটা দ্বিগুণ হয়ে গেছে। এমনিতে আইপিএল নিয়েই ব্যস্ত এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হুট করেই আইপিএলের সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। খবরের বড় একটা অংশ জুড়ে উঠে এসেছেন সানিয়া-শোয়েব।

এইতো গতকাল এই দু’জনের সাক্ষাত্কার সরাসরি সম্প্রচার করা হলো ভারতীয় প্রায় প্রতিটি নিউজ চ্যানেলে। নতুন অভিযোগ আয়েশা সিদ্দিকির পরিবার থেকে একের পর এক অভিযোগ উঠছে শোয়েবের বিরুদ্ধে। এইতো গতকাল শোয়েবের সাবেক ওই স্ত্রী বলছিলেন, একবার সন্তানসম্ভবা হয়েছিলেন তিনি। পরে শোয়েবের অনুরোধে গর্ভপাত করান। আগের দিন মিডিয়ায় শোয়েব দাবি করেছিলেন, আয়েশার সঙ্গে তার দেখা হয়নি।

কিন্তু হায়দারাবাদের এই তরুণী জানালেন সেটা মিথ্যে কথা। তারা একাধিকবার দেখা করেছেন। একসঙ্গে ছিলেনও। ২০০২ সালে হায়দারাবাদের এক হোটেলে তারা ছিলেন। আয়েশার দাবি, ওই ঘটনার সাক্ষী ক্রিকেটার আজহারউদ্দিন এবং তার স্ত্রী অভিনেত্রী সঙ্গীতা বিজলানি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.