১.
বিকিকিনি
তুমি বিক্রি করো রক্ত-কিডনী, আমি বেঁচি শরীর-আমার বাগানে তাই এতো ভীড়।
২.
পারাপার
সবাইকে পার করলে হে পারের তরী, আমারতো নেই কানাকড়ি।
৩.
স্পর্ষ
ও হাত ছুঁয়েই সৌর শক্তির উদ্ভব অন্তরে, যতই হোক লোডশেডিং জ্বলবো ঘরে ঘরে।
৪.
বর
কবি তুমি উপমার কারিগর; আসাদের রক্ত দিলাম বর।
৫.
ঘাতক
নিজে নিঃস্ব হতে হতে তোমায় করি ধ্বংস্ব; আমি ঘাতকের বংশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।