ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
পৃথিবীতে কেন হয় যে এমন ?
যেমনটা চাই, হয়না তেমন।
কেন খুঁজি সুখ যথাতথা
মেলেতো শুধুই ব্যথা।
কেন এ বিশ্ব রাজে ?
সুখেরা কষ্টই সাজে।
কষ্ট আর ভালো লাগে না
মনেরও সুখ আর জাগে না।
জীবন কি এমনই হয় ?
সুখ গিয়ে কষ্টরা রয়।
বিষকাঁটা মনেরও ভেতর
আত্মায় ব্যথা করে ভর।
সারা জীবন এমনি করে
সুখ দিল ব্যথাই মোরে।
আমি আর সুখ চাহি না
সুখের গান আর গাহি না।
বেঁচে আছি এইতো বেশ
একদিন হবে কষ্টেরা শেষ।
আজ যে আমি দুখের ভবে
একদিন শুধু কষ্টেরা রবে।
আমি যাব দূর অজানা দেশে
কষ্ট কে ছেড়ে এ জীবন শেষে।
কষ্টরা জানি খুঁজবে আমায় সেদিন
চলে যাব আমি শেষ যাওয়া যেদিন।
ফিরব না আর এই কষ্টের দুনিয়ায়
নিয়ে যাব আমি সবার চিরবিদায়।
ঐপারে জানি শুধু সুখ থাকে
কষ্টের ছায়া নেই তার বাঁকে।
যেতে চাই তাই সেই সুখেরও তরে
ভালো লাগেনা আর এই দুখের ঘরে।
শেষ বেলায় মোরে জানাও বিদায় হে বন্ধু সকল
মোর বিদায় বেলায় কেউ চোখে এনো নাগো জল।
আমি যে যাচ্ছি চলে ঐ চিরসুখ আর শান্তিরও দেশে
তোমরা মোরে জানাও বিদায় সুখেরও হাসি হেসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।