যাদুযুগ চলে গেছে এখন টেকনোলজি
আজম মাহমুদ
ছুমন্তর ছু, তোমাকে পেতে বাধা কোথায়
এমন দৈব মন্ত্রবলে মাছি হয়ে ঢুকবো তোমার ঘরে
সারারাত জোনাকি হয়ে গল্প সেরে আসবো ফিরে।
ছুমন্তর ছু, একপলকে ছিনিয়ে তোমায়
আনবো দেখো মন্ত্র আমার অগ্নিমন্ত্র।
রক্তমুখে লাল হবে শত্রুপক্ষের ঘর-দুয়ার
মন্ত্র আমি ছুড়লে দেখো
একঝটকায় বাপ-মা তোমার পড়বে এসে আমার পায়ে
মন্ত্রবতী যুগটা আমার কথায় কথায় উঠে বসে।
কিন্তু হঠাৎ আজকে দেখি যাদু আমার ফলছেনা
যাদুযুগ হয়তো গেলো, মন্ত্র-তন্ত্র নিলাম হলো।
স্যাটেলাইটের এই নব্যযুগে রাতের পরেই
আজকে শুনি ইঞ্জিনিয়ার ছেলের সাথে তুমি এখন আমেরিকায়।
যাদুযুগ চলে গেছে এখন টেকনোলজি-
নাহলে আমি একমন্ত্রেই আমেরিকার সব রাস্তা চিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।