শুক্রবার ভোরে আউডিয়া গ্রামে এ ঘটনায় নিহত হন কামাল হোসেন (৩৭)। তিনি যশোরের নুরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
একই ঘটনায় যশোরের নুরপুর এলাকার হান্নান খোন্দকারের ছেলে আলমগীর খোন্দকার (৪০) এবং দৌলদি এলাকার রবিউল মিয়ার ছেলে রসুল (৩২) আহত হন।
তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান বলেন, ভোররাত ৩টার দিকে আউড়িয়া গ্রামের মাজেদ সিকদারের বাড়িতে গরু চুরি করতে এসেছে সন্দেহে এলাকাবাসী তিনজনকে ধরে পিটুনি দেয়।
পরে খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে কামাল হোসেনের মৃত্যু হয়।
আহত অপর দুই জনকে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।