সিষ্টেম ইন্জিনিয়ার ইজ নাউ রেগুলার ইন সামু ..
(ইহা একটি ফান এবং উইশ করার জন্য পোষ্ট)
ব্লগার তুষারকনাপু ( Click This Link ) আর আমার সামুতে প্রায় একই সময়ে পাঠক হিসেবে যাত্রা। মাঝখানে অনেক পোষ্টেই কমেন্ট করার প্রয়াসে আমি রেজিষ্ট্রেশন করে ফেলি। ফলে সামুতে আমার লেখালেখি আর কাটাকুটির চেষ্টা আপুর অনেক আগেই শুরু হয়ে যায়। তুষারকনাপুর প্রফাইল:
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৭টি
মন্তব্য করেছেন: ৪১৭টি
মন্তব্য পেয়েছেন: ৩১৫টি
ব্লগ লিখেছেন: ৩ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৪৩৮৭ বার দেখা হয়েছে
তুষারকনাপু কয়েকদিন আগে নতুন জীবনে প্রবেশ করেছেন তা তার ব্লগ স্টাটাস "আহা ! কি আনন্দ আকাশে বাতাসে.... " দ্যাক্লেই বোঝা যায়
ভাইয়া পিএইচডি করছেন অষ্ট্রেলিয়াতে।
আপুকে অনেক অনেক শুভকামনা।
আর ব্লগীয় লুলদের পারফরম্যান্স কুব খ্রাপ, আপুদের বিয়ে হয়ে যাচ্ছে আর আম্রা কিছুই কর্তে পারছি না।
সামুর নতুন লুলীয় নীতিমালা :
সামুতে আপুদের রেজিষ্ট্রেশনের সময় এই টার্ম এন্ড কন্ডিশন একসেপ্ট কর্তে অইবো যে তাহাদের হৃদয়ে নতুন কাউকে স্হান দিলে অবশ্যই সামুর লুলদের কথা সবার প্রথমে বিবেচনা করিবেন।
এই নীতিমালা গ্রহন না করা অইলে সামুর মডুদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হইবে। দুনিয়ার লুলরা থুক্কু সামুর লুলরা এক হও।
সবশেষে: আপুকে সামুর লুলদের পক্ষথেকেও অনেক শুভেচ্ছা।
এই পোষ্টে এই পর্যন্ত যে সব লুলদের পাওয়া গেছে
সিষ্টেম ইন্জিনিয়ার
অপ্রয়োজন
মঈনউদ্দিন
মামুন বিদ্রোহী
ধ্রুবমেঘ
রাজিব খান০০৭
সায়েম মুন
নাঈম
লালসালু
তায়েফ আহমাদ
আমি ছাড়া সবাই ভাল
নিস্সঙ্গ যোদ্ধা
জীবনানন্দদাশের ছায়া
ডট কম ০০৯
কোর আই সেভেন
নেক্সাস
অদ্ভুত
পুরাতন
পাহাড়ের কান্না
স্বপ্নকথক
লিস্ট আপডেট করা হইবে কেউ বাদ পর্লে বা কারও অভিযোগ: (নিজ বা অন্যকারও সম্পর্কে) থাক্লে কমেন্টে জানানোর অনুরোধ রইলো
আশা করি ব্লগের আপুরা আমাদেরকে লুলীয় নীতিমালা অনুযায়ী স্পেশাল দৃষ্টিতে দ্যাখবেন।
লুলদের নিয়ে অচিরেই এক্টা স্পেশাল ক্লাসের আয়োজন করা হইবেক আর তাতে টিচিং প্রদান করিবেন সমুদ্রকন্যাপু।
সামুতে লুল হওয়ার শর্তাবলী:
সামুর ব্লগাররা সবাই মোটামুটি কোয়ালিফাইড এই নিয়ে কারো সন্দেহ নাই। অন্য যে যোগ্যতা সমূহ থাকিতে হইবে :
১। যিনি লুল তাকে অবশ্যই ১৮+ হইতে হইবে
২।
তাকে অবশ্যই অবিবাহিত হইতে হইবে
৩। বর্তমানে ফ্রি থাকিতে হইবে অর্থাৎ কোন এনগেজমেন্ট থাকা চলিবে না। তবে পূর্বে থাকিলেও বর্তমানে ফ্রি থাকিলে কুনো সমস্যা নাই
৪। তাকে বাংলাদেশের নাগরিক এবং সামুর ব্লগার হইতে হইবে।
আপাতত এই পর্যন্তই, তবে পরে আরো কিছু শর্ত অ্যাড হইতে পারে
উপরিউক্ত শর্তের কোনরুপ লঙ্গন তার লুল হওয়ার অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।