আমাদের কথা খুঁজে নিন

   

এটিএন বাংলায় পিসিএল এর সরাসরি খেলা নাকি বিঞ্জাপন প্রচার !!!!!



অনেক অনিহা সত্বেও যারা আমার মত পিসিএল এর খেলা দেখতে বসেছেন তাদের বিরক্তি চরমে উঠেছে । খেলা দেখানোর নাম করে দর্শকদের সাথে যে ফাজলামো শুরু করেছে তা অত্যান্ত ন্যাক্কারজনক। আন্তর্জাতিক ভাবে খেলা দেখানো হয় তাতে কোনো দিনই দেখিনি যে প্রতি বলে বলে বিঞ্জাপন দিতে... অথচ এটিএন বাংলা প্রতি বলে বলে বিঞ্জাপন দিচ্ছে নির্দ্বাধায় আর এতে বিঞ্জাপন মাঝে ১-২ বল হয়ে যাচ্ছে !!! তাতে তাদের কোনো আপত্তি নেই বিঞ্জাপন তো দেখানো হচ্ছে। খেলায় যতই উত্তেজনাকর মুহু্র্ত হোক না কেন বিঞ্জাপন প্রচার করতেই হবে ?? আমরা জানি ভারতীয় চ্যানেলগুলো বিঞ্জাপন থেকে সবচেয়ে বেশি ব্যবসা করে অথচ তারাও খেলার সময় এতবড় ধৃষ্টতা দেখায় না। যাদের জন্য এ খেলা আর বিঞ্জাপন দেখানো হচ্ছে তারা কখনো এ বিরক্তি খেলা দেখছে?? আপনাদের কারো কি এটিএন বাংলার ফোন নাম্বার জানা আছে থাকলে জানাবেন তবে সরাসরি অভিযোগ করতাম... সামুর কাছে প্রত্যাশা আমার এ লেখাটি ব্লগে প্রকাশ করে গঠনমুলক আরও সমালোচনা সুযোগ দেবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.