(প্রিয় টেক) থ্রিজি লাইসেন্সের জন্য আবেদন করা মোবাইল ফোন অপারেটরদের আজ ২৬ আগস্ট ‘বিড আর্নেস্ট মানি’ জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু আবারও সিম কার্ড রিপ্লেসমেন্টে ট্যাক্স ইস্যুতে ঝুলে যাচ্ছে নিলাম প্রক্রিয়া। কারণ পুরাতন কিছু ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত এ অর্থ জমা দিতে আগ্রহী নয় অপারেটররা। ফলে নতুন করে ৩ দিন বাড়িয়ে আগামী ২৯ আগস্টের মধ্যে ‘বিড আর্নেস্ট মানি’ জমা দিতে বলা হয়েছে। আজ সোমবার বিটিআরসির পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান সময় বৃদ্ধির খবরটি এই প্রিয়.কমকে নিশ্চিত করেছেন। তবে নিলামের তারিখ পূর্বনির্ধারিত ৮ সেপ্টেম্বর বহাল রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।