(প্রিয় টেক) গ্রামীনফোন, বাংলালিংক ও রবি গতকাল বৃহস্পতিবার থ্রিজি প্যাকেজের অনুমোদন পেয়েছে। উচ্চ মূল্যে অপারেটররা থ্রিজি প্যাকেজের প্রস্তাব করার কারণে প্রথম দফায় তা ফেরৎ পাঠিয়ে দেয় বিটিআরসি। অবশেষে দ্বিতীয়বার সংশোধন করে থ্রিজি প্যাকেজের প্রস্তাব করলে কমিশন তা যাচাই বাছাই করে অনুমোদন দেয়। আগামী রোববার থেকে এই তিন অপারেটর ইচ্ছা করলে থ্রিজি সেবা গ্রাহক পর্যায়ে চালু করতে পারে। তবে সপ্তাহের শুরুতে তা সম্ভব না হলেও শেষের দিকে চালু করা যাবে বলে অপারেটর সূত্রে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।