আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোচ্চ চাহিদার সময় এসি বন্ধ রাখলে অন্য সময়ে যে বিদ্যুৎ পাব, তার কি কোনো নিশ্চয়তা আছে?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

এটা কি মস্করা নাকি ? ইচ্ছা মত সময় নিয়ে খেলা করা, এসি চালানোর উপর নজরদারি । এসবের মানে কি ? কয়দিন পরে বলবে, দয়া করে বিদ্যুত সাশ্রয়ের জন্য পিক আওয়ারে টেলিভিশনও বন্ধ রাখুন। রামরাজত্ব নাকি? যা মনে চায় তাই করবে । কারা এদের ভোট দিয়ে নির্বাচিত করে?( আমি এসব দলকে দেই না তাই সাহস পেলাম বলার) এসব মূর্খদের ভোট দিয়ে তো দেশকে পুরো গোল্লায় নিয়ে যাচ্ছে । যদিও খবরটি বিভিন্ন মিডিয়ায় পাই, তবুও ব্লগে নিজের মতামত প্রকাশ করছি ।

দেশটাকে পুরো মগের মুল্লুক বানিয়ে ফেলা হয়েছে । এখন হয়ত এসি পড়ে টেলিভিশন এরপর সব যন্ত্রপাতি । এরপর হয়ত মানুষের কাজ কর্মের উপরও নজরদারি শুরু করে বলবে । সব কাজ দিনে শেষ করতে । রাতে লাইট জ্বালালে অতিরিক্ত পয়সা গুনতে হবে ।

অথবা সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে । (অশুদ্ধ ভাষায়) মনে লয় বিডি হোয়াই হাউস এ গিয়ে আই মিন পর্দামন্তী গাজার আসরে গিয়ে ওগর সব কয়ডা এয়ার কন্ডিশন, সেন্ট্রাল হিটার, দামি ঝাড় বাত্তি সবডি লাডি দিয়া বাইড়াইয়া ভাঙ্গি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.