ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার মাইনুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতী শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কসবা স্টেশনের আগে আউটার সিগন্যালের কাছে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন কসবায় এসে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করলে বেলা ২টার দিকে মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশে রওনা হয়।
ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে বেলা সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে সহকারী স্টেশন জানান।
এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার কারণও জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।