আমাদের কথা খুঁজে নিন

   

বেলকে নিয়ে রিয়াল-টটেনহ্যাম সমঝোতা

ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, বেলকে বিক্রি করার ব্যাপারে রিয়ালের প্রস্তাব গ্রহণ করেছেন টটেনহ্যামের সভাপতি ড্যানিয়েল লেভি। শিগগিরি এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে। ওয়েলসের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বেলের রিয়ালে যোগ দেয়া নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে। তবে এখনো পাকা খবর আসছে না কিছুতেই। অবশ্য স্প্যানিশ গণমাধ্যমগুলো যেভাবে বেলকে নিয়ে নিয়মিত প্রতিবেদন দেয়া শুরু করেছে, তাতে যে কারো মনে হতেই পারে তিনি লা লিগার খেলোয়াড়! গত বৃহস্পতিবার স্পেনের ক্রীড়াদৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে দেশটির ‘কাদেনা সিওপিই’ রেডিও জানায়, ৯ কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে বেলকে ছাড়তে রাজি হয়েছে টটেনহ্যাম।

যার অর্থ ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলারের মর্যাদা পেতে যাচ্ছেন বেল। ২০০৯ সালে ৯ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের ইতিহাসে এ যাবত সেটাই সর্বোচ্চ ট্রান্সফার ফি। চোটের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি বেল। তবে গণমাধ্যমে গুঞ্জন, সম্ভাব্য দলবদলের কারণে মাঠে নামছেন না তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।