আমাদের কথা খুঁজে নিন

   

উড়োজাহাজে আগুন, হিথ্রোয় জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ৭৫ জন যাত্রী ছিল। বিমানটি অবতরণের পর দুটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে পরে একটি রানওয়ে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বিমান থেকে নিরাপদে সব যাত্রী ও ক্রুদের নামানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) জানিয়েছে, বিএ ৭৬২ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসে। বিমানটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় এর ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে যাত্রীদের সবাইকে নিরাপদে নামানো হয়েছে। আগুনও নেভানো হয়েছে।

বিমানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখতে পরিপূর্ণ তদন্ত চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পশ্চিম লন্ডনে অবস্থিত হিথ্রো ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। বিবিসি’র খবরে হিথ্রো বিমানবন্দরের উত্তর ও দক্ষিণের দুটি রানওয়েই ঘটনার কিছুক্ষণ পর খুলে দেয়া হয় বলে জানানো হয়েছে। তবে বিমান দুর্ঘটনার কারণে বিমানবন্দরের ২৩ টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে বলে জানানো হয়েছে খবরে। ফলে ভ্রমণকারীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে জেনে নেয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তাছাড়া, যাত্রীদের ফ্লাইট ৬০ মিনিট পর্যন্ত দেরীও হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।