বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com
আজকে ইনকিলাবের রিপোর্ট দেখলাম আগামী ৭ই আগস্ট বলে ওয়ারিদ হইবো এয়ারবাংলা আবার এই অনুষ্টানে নাকি বিশাল বিশাল তারকা আনা হবে শাহরুখ খান আসবে আরও কে কে আসবে নাকি নাচ হবে গান হবে ।
ইনকিলাবের রিপোর্টে দেখলাম আরও খবর
এয়ারবাংলা নাকি ফ্রী কথা বলার সুযোগ দিবে
আবার নাম্বার না চেন্বঝ করেই এয়ারটেলে কনভার্ট হওয়া যাবে ।ইত্যাদি ইত্যাদি
তবে আমার মনে প্রশ্ন যেখান ২৫ পয়সার নিচে কোন কলরেট দেয়া যাবেনা সেখানে কিভাবে ফ্রীর তথ্য দেয় । আর যদি এরা ফ্রী দেয় তাহলে অন্যরাও ফ্রী দিবে ।ফ্রী দেয়াটা শুধুমাত্ত কিছু পিএসটিএন এর অনুমতি আছে এছাড়া আর কারো অনুমতি নেই্
আরেখখান প্রশ্ন আর নাম্বার চেন্ঝ না করে ওয়ারিদের গ্রাহক হওয়াটাকে বলে নাম্বার পোর্টাবিলিটি এটা বাংলাদেশে নেই ।সকল অপারেটরের অনুমতি ছাড়া এটা করা যায়না । তাই এটা একটা ভুয়া রিপোর্ট তবে ইন্ডিয়াতে নাম্বার পোর্টাবিলিটি আছে
তবে আসুক এয়ারবাংলা দেখি খেলা জমে কিনা ??
মুল পোস্টের লিংকু http://www.dailyinqilab.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।