আমাদের দেসের বিদ্যুতের দুরবস্হা এখন আর কোন সাধারন বিভ্রাট বলে মেনে নেয়া যাচ্ছে না । এর ফলে ১ বা একাধিক বেনিফিসিয়ারিসি গোস্ঠির সিন্ডিকেটেড অন্তর্ঘাত মুলক ততপরতা থাকা টা অস্যাভাবিক নয় ।
দেসে সিএনযি র ব্যাপক প্রচলন হওয়াতে বহু তেলের পাম্প সহ দেসি বিদেসি তেল ব্যাবসায়ি রা ব্যাপক ভাবে ব্যাবসা হারিয়েছে । বিসেস করে যেসব পাম্পের গ্যাসের বিক্রি নেই তাদের ব্যাবসা কমেছে বেসি মাত্রায় । ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের যন্য যেনারেটরের যে তেল প্রয়োযন হয়, তাতে তেলের চাহিদা বেরে যায় । ফলে তেলের ব্যাবসায়িরা অন্যান্য ব্যাবসার সিন্ডিকেটের মতো যোট বধ্য হয়ে বিদ্যুতের অভাব তৈরিতে অপততপর থাকতে পারে । এদের সাথে মধ্যপ্রাচ্যের বর তেল ব্যাবসায়িরাও যরিত থাকার যথেস্ট সম্ভাবনা রয়েছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।