আমাদের কথা খুঁজে নিন

   

সবকটা জানালা খুলে দিয়েছিলাম আজ; ওরা আসলনা

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন !

সবকটা জানালা খুলে দিয়েছিলাম আজ; ওরা আসলনা চুপিচুপি আসলনা- ওরা নাকি আসতে চায়না ! ..............লজ্জায়, হতাশায় আর স্বপ্নভন্গের যন্ত্রণায় । কল্পগল্পের ছড়াছড়ি আর নষ্ট গল্পের হুরোহুরিতে আসল গল্প বিলিন হওয়ার লজ্জায় । বেঁচে যাওয়া বন্ধুর বুলেটে ক্ষত পায়ের কষ্ট নিয়ে ধুকে ধুকে বেঁচে থাকার কষ্ট দেখার হতাশায় অথবা এখনও আলবদরদের আয়েশী ঢং এ দাঁত খিলাল করতে দেখার ঘৃণায়- আর হাজারও স্বপ্ন বুকে নিয়ে বেঁচে থাকা দেশটার স্বপ্নভন্গের কান্না শুনার যন্ত্রণায়-যন্ত্রণায়-যন্ত্রণায়...........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।