এহহামিদা'র ব্লগ!!
গত কালের সবচেয়ে ঝাকা নাকা খবর ছিল হাসিনাকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনে (হাসিনা ও সাজেদার বক্তব্যের সুত্র ধরে) সাকচৌ গত তত্ব সরকারের রথী-মহারথিদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়!! আদালত মামলা খারিজও করে দেয়!!
এখন দেখা যাক আদালত কি কারনে মামলা খারিজ করে দিয়েছে!!
আমাদের সময়ের খবরে প্রকাশ আদালত তিনটি কারনে মামলাটি খারিজ করে দিয়েছে!!
বিচারক তিনটি কারণে মামলাটি খারিজ করেছেন বলে জানা গেছে। এগুলো হলো- সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কোনো কার্যের জন্য তাঁকে কোন আদালতে জবাবদিহি করতে হয় না। দুই- সংবিধানের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যধারা চলাকালে কোনো বক্তব্যের জন্য আদালতে মামলা করা যায়না। এবং তিন- শেখ হাসিনা নিজে মামলা করতে সক্ষম অথচ বাদি তার কাছ থেকে মামলা করার জন্য ক্ষমতা নেয়নি।
Click This Link
এখন কিছু বিশ্লেষন করা যাক:
১ম কারন হলো:
সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কোনো কার্যের জন্য তাঁকে কোন আদালতে জবাবদিহি করতে হয় না।
Click This Link
এই মামলাতে কি শুধু রাষ্ট্রপতিকেই দায়ী করা হয়েছিল নাকি তার সাথে আরো অনেকেই দায়ী ছিল!! ৫১ অনুচ্ছেদ কি অন্যান্য দায়ীদের ক্ষেত্রেও কি বর্তায়!!
২য় কারন হলো:
সংবিধানের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যধারা চলাকালে কোনো বক্তব্যের জন্য আদালতে মামলা করা যায়না।
Click This Link
তাহলে বিএনপি চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে আম্বা চেলা চামুন্ডাদের দ্বারা দায়ের করা ১৫/১৬ টা মামলা আদালত গ্রহন করে কিভাবে!! জয়নাল আবেদীন ফারুকতো সংসদেই মহাচোর জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন!! নিম্ন আদালত কি হাইকোর্টের চেয়েও বেশী আইন জানে!! হাইকোর্ট তাহলে কোন আইনে জয়নাল আবেদীন ফারুককে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিল!! তাছাড়া, হাসিনাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগতো হাসিনা শুরু সংসদেই দেয় নাই!! সাজেদা চৌ, মহিউদ্দিন খান আলমগীর,ওবায়দুল কাদের এরা সংসদের বাহিরেও একই অভিযোগ এনেছে, তাদেরকেওতো সাক্ষী করা হয়েছিল সাকাচৌ এর মামলায়!!
৩য় কারন:
তিন- শেখ হাসিনা নিজে মামলা করতে সক্ষম অথচ বাদি তার কাছ থেকে মামলা করার জন্য ক্ষমতা নেয়নি।
Click This Link
মাহমুদুর রহমান ও ফারুকের বিরুদ্ধে আম্বা চেলাচামুন্ডারা দেশ ব্যাপী যে মামলাগুলো করছে (মহাচোর জয়ের দুর্নীতির ব্যাপারে কথা বলায়), মহাচোর জয়কি সেই মামলা করার জন্য তাদেরকে অনুমতি দিয়েছে!! মহাচোর জয় মামলা করাচ্ছে বলে এই ধরনের কথাও মহাচোর জয়ের মুখ থেকে শোনা যায় নি!! মহাচোর জয়কি নিজে মামলা করার ব্যাপারে অক্ষম!!
তো এখন ঘটনা কি দাড়াইল!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।