একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
রিক্সাওয়ালা টাকা পায় শারীরিক শ্রম দিয়ে, আমাদের ডাক্তার ইন্জিনিয়াররা টাকা পায় মেধা অপচয় করে আর দেশের সর্বোচ্চ পদধারী রাষ্ট্রপতি কি অপচয় করে মাসে ৬০,০০০ টাকা পাবে? আসলে দেশেতো অনেক টাকা হয়ে গেছে! মানুষ দু-বেলা ঠিকমতো খেতে পারে না, আর সরকার তার মাসিক বেতন ৫৮,০০০ টাকা করে ফেলে। নিজেরাই চেটেপুটে সব খায়! আগে দুর্নীতি করে খেতো, এখন নীতি করে খাবে, আর দুর্নীতিতো করেতো খাবেই।
যে রাষ্ট্রপতি ঠিকভাবে কথাই বলতে পারে না তার বেতন যদি ৬০,০০০ হয় তবেতো প্রধানমন্ত্রির বেতন ৫৮,০০০ কমই মনে হচ্ছে! আসলে প্রধানমন্ত্রীরা দেশ নিয়ে অনেক বেশী ভাবেন!!! নয়তো গতো ২০ বছরে দেশের অবস্থা এমন হবে কোনো? যেদেশে ১২০০ কোটি টাকা খরচ করে বিমান বন্দরের নাম পরিবর্তন করা হয়, সে দেশের মানুষ ২৪ ঘন্টার ১২ ঘন্টাই বিদ্যুৎ পায়না!! দেশে কি এতই টাকা বেশী হয়ে গেছে? দেশের টাকা কাজে লাগিয়ে একটা নতুন বিদ্যু কেন্দ্রের কথা কি ভাবা যায় না? নাকি সেটা ভাবার ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রির নাই?
শুরুতে আফসোস করলেও এইরকম রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছে নাই। আশাকরি ব্লগারগনেরও এইরকম রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।