আমাদের কথা খুঁজে নিন

   

এই বসন্তে

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

এখন তুমি কেমন আছো কোন আগুনে পোড়াচ্ছো হাত, নদী কোন জলে হিম পা ডুবেছে কিসের স্রোতে যাচ্ছো ভেসে? জানতে পেতাম যদি ঘোর কাটেনি, চোখ ফাটেনি ধূপ জ্বালিনি সান্ধ্য তারের রাগে মন হয়েছে উদাস উতল চোখের পারে এক ফোঁটা জল বিষণ্ণ সংরাগে ঘুম পেয়েছে, প্রেম পেয়েছে যেমনটা পায় দুপুর বেলার খিদে ইচ্ছেগুলো গুমরে মরে স্বপ্ন ওড়াই- বৈরী ঝড়ে দুয়ার মেলে দিতে আজকে যখন ভাঁজ খুলেছি কষ্টগুলো উড়ুক হাওয়ায়- গানে শ্রান্ত চরণ- উদ্বায়ী ঘাস স্মৃতির প্রহর হোক না উদাস ভুল ফাগুনের তানে এখন তুমি কেমন আছো ডোবাও কি পা আলতো ঘাসের বনে উছলে ওঠো, আগের মত? আঙুল খোঁজো, জড়াও সুতো? মগ্ন অনুরণে যোগ ও বিয়োগ, বিস্মৃতি রোগ ধরেছে খুব; জল টলমল দিঘী পদ্ম ফোটে- এই ফাগুনে তপ্ত নিদাঘ চৈত্রাগুনে- পুড়ছি ধিকি ধিকি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।