সকলেই কবি নয় কেউ কেউ কবি...
জলান্ধ রাতের কাছে জমা রাখি জলবন্ধী স্বর
কাজল রশীদ
ক,
উড়াল স্বপ্নেরা খেলা করে নীলডুবা জলের কিনারে
অসম হাওয়ায় ভাসালে ভেলা শিকল বাঁধা তীরে,
যে নদীতে সাঁতার কাটে পরাবাস্তব কালো জলপিপি
যে জমিন গায়ে মাখে অভাবী লোবান নুনা জলে,
আমি চিরন্তন গেয়ে যাবো ভোরের গান প্রতিটি সন্ধ্যায় ।
খ,
আমি ছায়া মাড়িয়ে যাওয়ার চেষ্টা করি বেদনার ভিতে
মাটিতে গাঁথবো নরম আঁশ দূর্বাদলের বিস্মৃতিতে
নিদ্রাহারা পাখির মিতালিতে চুলগুলো চুমুর কলঙ্কে নাচে
নাচপ্রিয়রা ঘুঙুর ঘরের চৌকাঠে যৌন গন্ধ চড়ায়
-আমরা চেয়ে থাকি নিলাজ পাথর পাখি হয়ে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।