সোমবার বিকেলের ঘটনা। কাজ থেকে এসে জামা কাপড় সব ওয়াসিং মেশিনে দিয়ে গোসলে ঢুকলাম। হটাৎ মনে হলো . . !! অফিসেরটা ফোন তো চার্জে দিলাম, আমারটা?.. পকেটে মোবাইল..... , মানে প্যান্টের সাথে মোবাইলও ওয়াসিং মেশিনে ধোয়া হচ্ছে!
তাড়াতাড়ি পানিতে চুবানো ফোনটা বের করে ব্যাটারীটা খুললাম আগে! কি করবো বুঝতে পারছিলাম না! ফোনটার বয়স ২ মাসও হ্য় নাই! বউরে বললাম ফোনের ফাইলে কেনার রিসিপ্ট কাগজটা দেখতে। পরে মনে পড়লো 'ওয়াটার ড্যামেজ' ইন্সোরেন্সে কাভার করবে না!
বউ বুদ্ধি দিলো চালের মধ্যে লুকায়ে রাখতে! চাল ময়শ্চার শুষে নেবে?! এক সপ্তাহ নিসপিস করা হাত নিয়ে বসে ছিলাম! যদিও সব ডাটার ই ব্যাকআপ ছিলো তারপর ও ফোনটারে খুব ভালা পাইতেছিলাম। যাই হোক আজকে ব্যাটারী লাগায়ে অন করতে দেখি সব ঠিক আছে! অন্তত: লাস্ট এক ঘন্টা ঠিক!
খুবই ভাগ্যবান লাগছে নিজেকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।