আমাদের কথা খুঁজে নিন

   

ইছচা, অধিকার আর জোর করে করা ।। কোনটাকে অসামাজিক কার্যকলাপ বলে ???

ব্লগের একজন সিরিয়াস পাঠক । । ।

আমার কিছু বড় ভাই বা বণ্ডুদের মেসের লাইফ খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে । অনেকেরই বান্ধবী ছিলো , এক সাথে রূমে আসতো কিছু একান্ত সময় পার করতো ।

অনেকে হয়তো সিরিয়াস .. বিয়ে করবেন পরে , আবার অনেকে শুধু টাইম পাস । যাই হোক সবাই ব্যক্তিগত ভালো আছেন বা ভালো থাকার চেস্টা করছেন । হলের অনেকেও দেখেছি ব্যক্তিগত ভাবে ভালো থাকার চেস্টা করতে । এই একক্ষেত্রে লিগের ছেলেরা যেমন ছাত্রদল এর ছেলেরাও তেমননি । শিবির গুলো মনে হয় রূমে বসে হাত মারতো ।

এটা হয়তো বয়সের দোষ । আর এলাকার কিছু কাজকামহীন ছেলেপুলের সবসময় ধানদা থাকতো কোন বাসায় মেয়ে আসলো তারপর সেখানে গিয়ে সিনক্রিয়েট তৈরী করা , মোবাইল টাকা পয়সা যা আছে হাতরে নেয়া । মূল কথায় আসি , সামুর একটি ছাগু পোস্ট নারী কেলেঙ্কারীতে রাবি ছাত্রলীগের ২ কর্মীকে গণপিটুনী পড়ে মনে আসলো কেলেঙ্কারী অথবা অসামাজিক কার্যকলাপ কোনটা ভালো থাকার চেস্টা করাটা ( যেটা সবারই ব্যক্তিগত ব্যাপার ) নাকি কাঠমোল্লাদের মত চোখ আর কথা দিয়ে প্রতিনিয়ত ধর্ষন করে যাওয়া । বিদ্রঃ এখানে কোন দল টেনে আনবেন না । রাজনীতি মুক্ত থাকতে চাই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।