জীবনে এমন কিছু করতে হবে যাতে মানুষ তোমাকে মনে রাখে।
১) কর্নেল এম, এ, জি, ওসমানী (কমান্ডার ইন চিফ)
২) গ্রুপ ক্যাপ্টেন এ, কে, খন্দকার (ডেপুটি চিফ অব কমান্ড ও চিফ অব এয়ারফোর্স)
৩) লেঃ কর্নেল আব্দুর রব (চিফ অব আর্মি ষ্টাফ)
সেক্টর কমান্ডার;
সেক্টর-১
মেজর জিয়াউর রহমান (জুন পর্যন্ত)
ক্যাপ্টেন রফিকুল ইসলাম (জুলাই-ডিসেম্বর)
এলাকাঃ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম – মুহুরী নদীর পূর্ব পাশ।
হেড কোয়ার্টারঃ হারিনা
সেক্টর-২
মেজর খালেদ মোশারফ (২১ অক্টোবর পর্যন্ত)
ক্যাপ্টেন এ, টি, এম হায়দার (২২ অক্টোবর-ডিসেম্বর)
এলাকাঃ নোয়াখালী, আংশিক কুমিল্লা, ঢাকা শহর এবং ফরিদপুরের পূর্বাংশ।
হেড কোয়ার্টারঃ মেলাঘর
সেক্টর-৩
মেজর কে, এম, সাইফুল্লাহ (সেপ্টেম্বর পর্যন্ত)
মেজর এ, এন, এম, নূরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)
এলাকাঃ আংশিক সিলেট এবং কুমিল্লা ও ঢাকার উত্তরাংশ
হেড কোয়ার্টারঃ মন্তালা (সিলেট)
সেক্টর-৪
মেজর সি, আর, দত্ত
এরিয়াঃ আংশিক সিলেট
হেড কোয়ার্টারঃ করিমগঞ্জ ও মাসিমপুর বানসাতলা
সেক্টর-৫
মেজর মীর শওকত আলী
এলাকাঃ আংশিক সিলেট জেলা। আজমারিগঞ্জ ও তামাবিল
হেড কোয়ার্টারঃ বানসাতলা
সেক্টর-৬
উইং কমান্ডার এম, খাদেমুল বাশার
এলাকাঃ রংপুর ও আংশিক দিনাজপুর
হেড কোয়ার্টারঃ বুড়িমারী (পাটগ্রাম)
সেক্টর-৭
মেজর নাজমুল হক (আগষ্ট পর্যন্ত)
মেজর কাজী নূরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)
এলাকাঃ রাজশাহী, পাবনা, বগুড়া ও আংশিক দিনাজপুর
হেড কোয়ার্টারঃ তারাঙ্গাপুর
সেক্টর-৮
মেজর আবু ওসমান চৌধুরী (আগষ্ট পর্যন্ত)
মেজর এম, এ, মঞ্জুর (সেপ্টেম্বর-ডিসেম্বর)
এলাকাঃ যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও আংশিক খুলনা
হেড কোয়ার্টারঃ কালিয়ানি
সেক্টর-৯
মেজর এম, এ, জলিল মিয়া
এলাকাঃ বরিশাল, পটুয়াখালি ও আংশিক খুলনা
হেড কোয়ার্টারঃ তরঙ্গপুর
সেক্টর-১০
নৌ-বাহিনীর কমান্ডো ও সি ইন সি-র স্পেসাল ফোর্স
সেক্টর-১১
মেজর আবু তাহের (নভেম্বর পর্যন্ত)
স্কার্ডন লিডার হামিদুল্লা
এলাকাঃ টাংগাইল, ময়মনসিংহ ও আংশিক রংপুর ও গাইবান্ধা
হেড কোয়ার্টারঃ মহেন্দ্রগঞ্জন
এছাড়া পরে তিনটি বিগ্রেড তৈরী করা হয় বিগ্রেড প্রধানের নামের প্রথম অক্ষর দিয়ে;
জেড ফোর্স
লেঃ কর্নেল জিয়াউর রহমান
এলাকাঃ সেক্টর ১, ৩, ও ৮
হেড কোয়ার্টারঃ তিলধালা
কে ফোর্স
লেঃ কর্নেল খালেদ মোশারফ
এলাকাঃ সেক্টর ৪, ৯, ও ১০
হেড কোয়ার্টারঃ আগরতলা
এস ফোর্স
লেঃ কর্নেল কে, এম, শফিউল্লাহ
এলাকাঃ সেক্টর ২ ও ১১
হেড কোয়ার্টারঃ হাজিমারা
এছাড়া আরো অনান্য প্রধান বাহিনী গুলো;
মুজিব বাহিনী
স্বমনয়কারীঃ শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাক
ছাত্র ইউনিয়ন, নেপ ও কমিউনিষ্ট পার্টি
প্রধানঃ মোহাম্মদ ফরহাদ
স্বমনয়কারীঃ তোফায়েল আহম্মেদ
কাদেরীয়া বাহিনী
প্রধানঃ আব্দুল কাদের সিদ্দিকী
হেমায়েত বাহিনী
প্রধানঃ হেমায়েত উদ্দিন
আফসার ব্যাটালিয়ান
প্রধানঃ মেজর আফসার উদ্দিন আহম্মেদ
বি:দ্র: এই লেখাটি আমর নয়। আমার লেখা একটি ব্লগে এক ভদ্রলোক কমেন্ট করছিলেন। এটা আমাদের জনা দরকার তাই কপি করে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।