আমাদের কথা খুঁজে নিন

   

পিচে মুত্রত্যাগ করে অ্যাশেজ উদযাপন!

অস্ট্রেলিয়ার নিউজ ডটকম জানিয়েছে, আলোর স্বল্পতার জন্য ওভাল টেস্টের শেষ দিনের খেলার সমাপ্তি ঘটার প্রায় পাঁচ ঘণ্টা পর এ কাণ্ড ঘটিয়েছে ইংলিশ ক্রিকেটাররা।
ওভালে ওয়ানডে ম্যাচে রূপ নেয়া পঞ্চম ও শেষ টেস্ট শেষ হয়েছে নাটকীয়তায়। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণার পর জয়ের জন্য ৪৪ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ২২৭ রান। ইংল্যান্ড ৪০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান তোলার পর আলোর স্বল্পতায় আর খেলা হতে পারেনি।
খেলা অমীমাংসিত থাকলেও ৩-০ ব্যবধানে এগিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করা ইংল্যান্ড এরপর টানা তৃতীয় অ্যাশেজ জয়ের আনন্দে মেতে উঠে।


নিউজ ডটকম জানায়, খেলা শেষের প্রায় প্রায় পাঁচ ঘণ্টা পর মাঠ পরিষ্কারের কাজ করছিলেন কর্মীরা। তখন মাঠে বসে ছিলেন কয়েকজন ইংল্যান্ড খেলোয়াড়। ফ্লাড লাইটের আলো না জ্বললেও, গ্র্যান্ড স্ট্যান্ডের কিছুটা আলো গিয়ে পড়ছিল মাঠে। এ সময় সতীর্থদের উল্লাসধ্বনির মধ্যে স্টুয়ার্ট ব্রড, কেভিন পিটারসেন ও জিমি আন্ডারসনসহ কয়েকজন ক্রিকেটার পালাক্রমে পিচের উপর মুত্রত্যাগ করেন।
এদিকে ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রায়রের একটি টুইটার ছবিতে দেখা গেছে ইংল্যান্ড দল ম্যাচের পর মাঠে বসে বিয়ারসহ অন্যান্য পানীয় পান করছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।