হৃদয় ছবি
১. যে ডেটাগুলা ড্রপডাউনলিষ্টে দেখতে চান সেগুলোর একটা লিষ্ট তৈরি করুন। তবে লিষ্ট টা তৈরি করতে হবে প্রিন্ট এরিয়ার বাহিরে, তা নাহলে এই লিষ্টের লেখাগুলোও প্রিন্ট হয়ে যাবে।
২. যে সেল বা সেলগুলোতে এই ড্রপডাউন লিষ্টটা চাচ্ছেন সে সেলগুলো সিলেক্ট করুন।
৪. ডেটা মেনু হতে ভ্যালিডেশান সিলেক্ট করুন
৫. ডেটা ভ্যালিডেশান উইন্ডো প্রদর্শিত হবে। এখানে সেটিংস ট্যাব হতে এলাও কম্বো-বক্স হতে লিষ্ট সিলেক্ট করুন।
এবং 3 নির্দেশিত বাটনে ক্লিক করুন।
৬. ডেটা ভ্যালিডেশন ইনপুট বক্স প্রদর্শিত হবে। ড্রপডাউন লিষ্টে যে ডেটাগুলো দেখতে চান, সে ডেটাসম্বলিত সেলগুলো মাউস দিয়ে সিলেক্ট করে দিন। এবং ২ চিহ্নিত বাটন টি ক্লিক করুন।
৭. ডায়ালগের সেটিং গুলো নিম্নের ছবির মতো দেখাবে।
এখন ওকে ক্লিক করে দিন।
৮. এখন সিলেক্টেড সেলগুলের যেকোনোটিতে ক্লিক করলেই ড্রপডাউন লিষ্টটি প্রদর্শিত হবে।
আপনাদের কমেন্ট সদা-স্বাগত
সম্পর্কিত লিঙ্কস
এক্সেল ২০০৩ ইন্ডেক্স (How to...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।