রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও
শীর্ণ শরীর, বিরাণ চাষের জমি;
ব্যথা ভরা বুকে, খুঁজে দেখি চারদিক
নেই কোথাও আর সুফলা ভুমি
বাঁধের ছোবল তুলে নিয়েছে
ধান শীষের দোল,
মাছ গুলো শীতল শ্যওলার ঘর,
চৌচির জমি চরপরা নদী এককার,
পাখিদেরও নেই তাড়না ঘরে ফেরার।
সন্ধ্যা চলে যায় রাতের গভীরে,
ওরা তবু ঘোরে তৃষ্ণায় ক্ষুধায়,
শস্য, মাছ আর পনির খোঁজে।
ও নিম্নচাপ গতিমত্ত হও তুমি
সবকিছু ভেঙ্গেচুরে নিয়ে এস
তৃষ্ণার্ত নদীর বুকে প্রমত্ত প্রবাহ।
ধমনীতে বয়ে যাওয়া উষ্ণ স্রোতের মতো।
প্রাণ স্পর্শ করে আছে একান্তে জড়িয়ে,
নদীগুলো এই সমতলে এই বাংলায়।
প্রাণের জোয়ার আর নদীর জোয়ারে
আমরা বেঁচে থাকি একাকার হয়ে;
এ প্রাণ বাঁচাতে গতিময় হয়েছে হয়তো
ঝড়োগতি কোথাও
সেই সতেরজন ঘোর সওয়ার রাজপুত্রের মতো।
লেখা হবে বিজয়ের ইতিহাস একদিন;
‘বর্বর দুর্বৃত্ত এক জাতি,
নদীর স্রোতে দিয়েছিল বাঁধ;
মাত্র কয়জন নির্ভিক চেলে, চাষী, আর জেলে
নদীতে ছিল যাদের জীবিকা অদিকার,
উড়িয়ে দিল সেইত রাক্ষুসে বাঁধ-
চিহ্ন থাকল না তার কোথাও আর। ’
আকার হৃদয় প্রাণময় হয় স্বপ্নে আকাঙ্খায়
প্রবল ঘুর্ণি স্রোতে পাক খেয়ে খেয়ে,
বয়ে যাবে নদী, বয়ে যাবে আবার আগের মতো
বুকে তার দুলবে পালতোলা নৌকা
লালশাড়ী নাইওরী।
পরম প্রশান্তিতে কাটবে সাঁতার, জলজ অধিবাসী।
দুলবে, দোলা দেবে, হৃদয়ে;
সতেজ ধানশীষের আনন্দ দোল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।