আমার বাসাটা বলা চলে চট্টগ্রামের একেবারে প্রাণকেন্দ্রে। অথচ মাঝে মাঝে মনে হয় যেন কোন গহীন অরণ্যে কিংবা কোন অজপাড়া গাঁয়ে বাস করছি। জীবনকে গতিশীল করার জন্য উন্নত প্রযুক্তির সব উপকরণই হয়তো আছে কেবল সেগুলো চালানের জন্যে বিদ্যুত অনুপস্থিত। এক সপ্তাহের ছুটি পেয়ে বাসায় আছি কয়েকদিন ধরে। সকালে ঘুম ভাঙে প্রচন্ড গরমের অনুভূতি নিয়ে।
কারণ একটাই বিদ্যুত চলে গেছে। তারপর শুরু হয় লোডশেডিংয়ের ফ্যাশান শো। আমি খালি তার নীরব দর্শক। সকালে এই শো শুরু হয় সারা দিন চলে এমন কি রাতেও তার হাত থেকে নিস্তার নেই। সবচেয়ে অবাক লাগে দেশের কোন পত্রপত্রিকায় এই যে এত বিদ্যুত ঘাটতি তা নিয়ে তেমন কোন নিউজ নেই।
সবই এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। বর্তমান সরকার কিংবা আগের যারা ছিলেন তারা কেউই আধুনিক মানুষের সবচেয়ে প্রয়োজনীয় এই বস্তুটিকে নিশ্তিত করতে পারেননি। আমরা নিজেদেরকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দাবি করি অথচ এখানে দিনে আট-দশ ঘন্টা কিংবা আরো বেশি লোডশেডিং করা হয়। জানি না আমাদের দেশ কবে এই বিদ্যুত ঘাটতি থেকে রেহাই পাবে। সেদিনের অপেক্ষায় ..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।