আমাদের কথা খুঁজে নিন

   

দেশের বিদ্যুতে স্বয়ং সম্পুর্নতা আনয়নে রূপপুরে নির্মিত হচ্ছে পরমাণু বিদ্যুত প্রকল্প, উৎপাদন হবে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বেপোয়া মানুষ

আগামী মাসে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মাঠ পর্যায়ের কাজ। মূলত এর মধ্য দিয়েই বিদ্যুত কেন্দ্র বাস্তবায়নের প্রথমিক ধাপ অতিক্রম করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে বিদ্যুত কেন্দ্রটির মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। বিদ্যুত কেন্দ্রটির মাঠ পর্যায়ের কাজ শুরুর প্রস্তুতি গ্রহণের জন্য রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে রূপপুর ঘুরে গেছেন। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসংবলিত রাশিয়া থেকে সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে রূপপুরে বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হবে।

আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে ও রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুত কেন্দ্রটি টার্নকি পদ্ধতিতে নির্মাণ করা হবে। ফলে রাশিয়ান প্রতিনিধি দল তাদের নিজেদের মতো করে কাজ করবেন। নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও পারমাণবিক বিদ্যুত উৎপাদন খরচ সব থেকে কম। পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে জ্বালানি খরচ কয়লাভিত্তিক কেন্দ্রর জ্বালানি খরচের এক-তৃতীয়াংশ আর গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্রর এক-পঞ্চমাংশ।

তিন টন কয়লা বা দুই দশমিক ছয় টন তেল পুড়িয়ে যে শক্তি পাওয়া যায় এক গ্রাম ইউরেনিয়াম প্রক্রিয়া করে তার সমপরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব। উপরন্ত কয়লা বা তেলভিত্তিক বিদ্যুত কেন্দ্রের মতো বিশাল অবকাঠামো প্রয়োজন হয় না। কার্বণ নিঃসরণ হয় না বলে পরিবেশ দূষণের আশঙ্কা নেই। বিশ্বে প্রচলিত জ্বালানির তুলনায় পারবাণবিক জ্বালানির মজুদও বেশি। নির্মাণ শুরুর পাঁচ বছরের মধ্যে কেন্দ্র থেকে বিদ্যুত পাওয়া যাবে।

কেন্দ্রটি থেকে দুটি পর্বে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.