যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
'হোয়াটস অন ইয়োর মাইন্ড' এই আন্তরিক প্রশ্নখানা ইদানিং কেবল ফেসবুকই করিয়া থাকে। সেইমাত্র প্রশ্নের সম্মুখীন হই, আবেগে আপ্লুত হইয়া কিছু একটা স্টাটাস জানাইতে তৎপর হই।
কিন্তু দুঃখজনকভাবে আমার কোনো কিছু মনে আসে না, মাইন্ডে ভাসে না, ফলে স্টাটাস জানানো মুশকিল হইয়া পড়ে। বিষয়টা বাকীরা সবাই জানে, সেজন্য প্রশ্নও করে না, কিন্তু নির্বোধ ফেসবুক অহরহ এই প্রশ্ন করিয়া যায়, আর আমি আমার স্টাটাস খুঁজিয়া হয়রান হইতে থাকি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।