আমাদের কথা খুঁজে নিন

   

জন্তুকে একবার মানুষ খেতে দিলেই সে মানুষখেকো হয়ে যায়, আর মানুষখেকো খুব ভয়ানক...

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

গতকাল রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা কলেজের ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে বিপুল সংঘর্ষ হয়েছে। সেখান হতে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মামলা হয়েছে ক্ষমতাশীনদের সোনার ছেলেদের বিরুদ্ধে। এমন তো হবার কথা নয়। কথা ছিল তারা তাদের পছন্দের সরকারকে সহায়তা করবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে।

অথচ তারা একে অপরের সাথে মারামারি কাটাকাটি করছে শুধুমাত্র নিজেদের লাভের জন্য। তবে তাদের এই মারামারি কাটাকাটির প্রবণতার জন্য শুধুমাত্র তারাই দায়ী নয়। দায়ী তাদের মুখোশধারী নেতারা। এরাই ক্ষমতার লোভে কখনো কখনো দলীয় কর্মীদেরকে লগি বৈঠা দিয়ে প্রতিপক্ষের কর্মীদের হত্যা করতে নির্দেশ দেয়। আবার কখনো ট্রাম্পকার্ডের নামে অস্ত্রবাজীর খেলায় নামে।

আবার কখনো কখনো যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে সাধারন মানুষ হত্যা করতে মদদ দেয়। জন্তুকে মানুষের রক্ত খেতে দিলে সে আজীবনের জন্য মানুষখেকো হয়ে যায়, এ ব্যপারটা অন্তত রাজনীতিবিদদের মনে থাকা দরকার। দলে সন্ত্রাসী কিংবা ধর্ষক পুষে ক্ষমতায় আসা যায়, ভাড়াটে লোক দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো যায়, কিন্তু এত সহজে গড়ে তোলা যায় না। সরকারের যদি সৎসাহস থাকে তবে তাদের প্রতি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আহবান রইল। স্বার্থপরতা বাদ দিয়ে দেশপ্রেমের রাজনীতির পরিবেশ তৈরী হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।